Friday, July 25, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০২ (০১ থেকে ২০)


(১)  কিউলেক্স মশারকামড়ে কোন রোগহয়?
            ক) গোদ    খ) যক্ষ্মা    গ) বসন্ত    ঘ) হাম
(২)  পৃথিবীর মেরু রেখাটিকক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণকরেআছে?
            ক) ৬৫ ডিগ্রি খ) ৬৬ ডিগ্রি গ) ৬৭ ডিগ্রি ঘ) ৬৮ ডিগ্রি
(৩)  কৃষি প্রযুক্তির অগ্রগতিকেকয়টিভাগেভাগকরাহয়েছে?
            ক) ২টি   খ) ৩টি    গ) ৪টি     ঘ) ৫টি
(৪)  কৃষিক্ষেত্রেকখনবড়বিপ্লব ঘটে?
            ক) বিংশশতাব্দীরশুরুরদিকে  খ) বিংশশতাব্দীর শেষ দিকে
            গ) ঊনবিংশশতাব্দীরশুরুরদিকে ঘ) ঊনবিংশশতাব্দীর শেষ দিকে
(৫)  সবচেয়েবড় কোনটি?
            ক) পৃথিবী   খ) সূয     গ) সৌরজগৎ ঘ) মহাবিশ্ব
(৬)  যক্ষ্মা রোগেরপ্রতিষেধক কোনটি?
            ক) পেনিসিলিন খ) বিসিজি   গ) স্যালাইন  ঘ) ব্যাকটেরিয়া
(৭)  বাংলাদেশেরজলবায়ু কেমন?
            ক) শীতল   খ) উষ্ণ    গ) উষ্ণ ও শুষ্ক    ঘ) উষ্ণ ও আর্দ্র
(৮)  নিচের কোনটিগ্রিনহাউজগ্যাস?
            ক) নাইট্রোজেন     খ) অক্সিজেন গ) হাইড্রোজেন ঘ) জলীয়বাষ্প
(৯)  অনবায়নযোগ্য প্রাকৃতিকসম্পদ কোনটি?
            ক) গাছপালা  খ) পশুপাখি  গ)   ঘ) কয়লা
(১০) বিজ্ঞানভিত্তিকজ্ঞান ও কলাকৌশল গত যথাযথ শিক্ষারব্যবস্থা করলে জনসংখ্যা কিসে রূপান্তরিত হবে?
            ক) জনসম্পদে     খ) মহা বিস্ফোরণে গ) গণবেকারত্বে   ঘ) প্রাকৃতিক সম্পদে
(১১) আর্সেনিকোসিসএকটি
            ক) সংক্রামক রোগ       খ) পানিবাহিত রোগ
            গ) বায়ুবাহিত রোগ       ঘ) ভাইরাসজনিত রোগ    
(১২) কঠিন দশারপদার্থের পরমাণুগুলোরবন্ধন কেমন থাকে?
            ক) ঢিলা    খ) নরম    গ) দৃঢ়     ঘ) শিথিল
(১৩) কোমলপানীয়ের সাথে কীভাবেকার্বনডাইঅক্সাইডগ্যাসমিশানোহয়?
            ক) উচ্চ চাপে খ) নি¤œতাপমাত্রায়    গ) নি¤œচাপে  ঘ) উচ্চ তাপমাত্রায়
(১৪) কোনমাধ্যম থেকে নিরাপদ পানিপাওয়ার সম্ভাবনা বেশি? 
            ক)পুকুর         খ) বুড়িগঙ্গা নদীর
            গ) চলনবিলের     ঘ) আর্সেনিকমুক্ত নলকূপের
(১৫) শব্দ দূষণেরফলেহার্টের রোগীদের ক্ষেত্রেকী ঘটতে পারে?
            ক) সুস্থবোধকরবে        খ) হৃদ স্পন্দনবাড়বে
            গ) ঘনঘনকাশিহবে   ঘ) হৃদ স্পন্দনকমবে
(১৬) কোনটিরমাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে?
            ক) আলো   খ) পানি    গ) বীজ    ঘ) কীটপতঙ্গ
(১৭) কিসেরপ্রয়োগেমাটিরউর্বরতানষ্টহয়?
            ক) গোবর        খ) কম্পোস্ট সার       
            গ)রাসায়নিক সার ও কীটনাশক    ঘ)উপররেসবগুলো
(১৮) সম্পদ সংরক্ষণ ও পরিবেশ দূষণহ্রাসে কোনটিকরণীয়?
            ক) উৎপাদনবন্ধকরা  খ) ক্ষতিকর পোকা মেরে ফেলা
            গ) অপ্রয়োজনীয়ব্যবহারবন্ধকরা ঘ) কলকারখানা দূরে স্থাপনকরা
(১৯)প্রাচীনকালেমানুষেরধারণাছিল-
            ক) পৃথিবীস্থির     খ) পৃথিবীনক্ষত্রগুলোকে কেন্দ্র করে ঘোরে
            গ) পৃথিবীগতিশীল        ঘ) নক্ষত্রগুলোস্থির
(২০) সুস্থভাবেজীবনযাপনেরজন্য কোনধরনেরখাদ্য অধিক গুরুত্বপূর্ণ?
            ক) সস্তাখাদ্য  খ) সুষমখাদ্য গ)  ভারীখাদ্য     ঘ) দামিখাদ্য

(কেবি আইসিটি পার্ক)



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০১ (২১ থেকে ৪০)


(২১)নিচের কোনটিরজন্য প্রাণীউদ্ভিদের উপরনির্ভরশীল?                         
          ক) আলো  খ) পানি   গ) বীজ   ঘ) খাদ্য
(২২) খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রেনিচের কোনটিসঠিক?
          ক) ঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ সাপব্যাঙ
          খ) ব্যাঙঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ সাপ
          গ) সাপঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ ব্যাঙ
          ঘ) তৃণ জাতীয়উদ্ভিদ ঘাসফড়িংব্যাঙসাপ
(২৩) নিচের কোনকারণেবায়ুদূষিতহয়?
          ক) কীটনাশকেরব্যবহার খ) ইটেরভাটায় ইট পোড়ানো
          গ) বৃষ্টিরপানিজমেযাওয়া ঘ) রাসায়নিক সার ব্যবহার
(২৪) প্রাকৃতিককারণেপানির কোন দূষণটিহয়ে থাকে?
          ক) আর্সেনিকদ্বারা দূষণ  খ) কীটনাশকদ্বারা দূষণ
          গ) কলকারখানাবর্জ্য দ্বারা দূষণ ঘ) জীবাণুদ্বারা দূষণ
(২৫) যে নলকূপের পানিতেআর্সেনিক থাকেতাকে কোন রং দিয়েচিহ্নিতকরাহয়?
          ক) নীল   খ) লাল   গ) সবুজ  ঘ) আকাশী
(২৬) উঁচুপর্বতে গেলেসিলিন্ডারেকরে কোনগ্যাসনিয়ে যেতেহয়?
          ক) অক্সিজেনখ) কার্বনডাই-অক্সাইডগ) নাইট্রোজেন ঘ) কার্বনমনোক্সাইড
(২৭) শুদ্ধ উত্তরটিচিহ্নিত কর-
          ক) আলোপরিচলনপদ্ধতিতেসঞ্চালিতহয়
          খ) আলোপরিবহনপদ্ধতিতেসঞ্চালিতহয়
          গ) আলোশুধুবিকিরণপদ্ধতিতেসঞ্চালিতহয়
          ঘ) সূর্য থেকে আমরাতাপপাইবিকিরণপদ্ধতিতে
(২৮)হাম, বসন্তইত্যাদি রোগকিসেরমাধ্যমে ছড়ায়?
          ক) পানি  খ) বায়ু   গ) মশা   ঘ) খাদ্য
(২৯)নিচের কোনটি সোয়াইনফ্লুরলক্ষণ?
          ক) নাকদিয়েপানিপড়বে  খ) ক্ষুধাবৃদ্ধি পাবে
          গ) শরীরেঘামহবে      ঘ) চুলকানিহবে
(৩০)শুদ্ধ উত্তরটিচিহ্নিত কর-
          ক) চাঁদ একটিনক্ষত্রখ) চাঁদ একটিউপগ্রহগ) চাঁদ একটিগ্রহ    ঘ) চাঁদ একটিগ্রহাণু
(৩১) ঋতুপরিবর্তনহয়কখন?
          ক) পৃথিবীরআহ্নিকগতিরজন্য   খ) পৃথিবীরবার্ষিকগতিরজন্য
          গ) পৃথিবীরকক্ষপথ উপবৃত্তাকারবলে   ঘ) সূর্যেরতাপমাত্রারপরিবর্তন ঘটে বলে
(৩২)কোনটি সৌরজগতের বস্তু নয়?
          ক) পৃথিবী খ) ধূমকেতু গ) গ্যালাক্সি ঘ) চাঁদ
(৩৩) নিচের কোন উক্তিটি সঠিক?
          ক) প্রযুক্তি ও বিজ্ঞানেরমধ্যে কোনোসম্পর্ক নেই
          খ) প্রযুক্তি ও বিজ্ঞানঅভিন্ন
          গ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত   
          ঘ) প্রযুক্তিরজন্য বিজ্ঞানেরপ্রয়োজন নেই
(৩৪)প্রযুক্তিসবসময়
          ক) কল্যাণকর
          খ) ক্ষতিকর
          গ) কল্যাণকরঅথবাক্ষতিকরতাপ্রয়োগেরউপরনির্ভরশীল
          ঘ) কল্যাণকরওনয়ক্ষতিকরওনয়
(৩৫)অনেক তথ্য অল্পজায়গাতে অথচ সহজেবহনযোগ্য কোনযন্ত্রে ধারনকরাউচিত?
          ক) ডিভিডি খ) পেনড্রাইভ    গ) সিডি  ঘ) ল্যাপটপ
(৩৬) বায়ুরতাপমাত্রাদিয়েকীপ্রকাশকরাহয়?
          ক) কতটাগরমবাঠাণ্ডা   খ) জলীয়বাষ্প কম না বেশি
          গ) বায়ুঘননাহালকা         ঘ) রোদ কম না বেশি
(৩৭)বর্ষাকালে কেন বেশিবৃষ্টিহয়?
          ক) বায়ুরতাপমাত্রা বেশিবলে   খ) বায়ুচাপ বেশিবলে
          গ) বায়ুতেজলীয়বাষ্প বেশিবলে ঘ) বায়ু শুষ্ক বলে
(৩৮)    পানি দূষণ রোধেরমূলউপায়হচ্ছে-
          ক) বর্জ্য শোধনেরব্যবস্থা করা  খ) পানিতেবর্জ্য না ফেলা
          গ) বর্জ্য আইনেরপুরোপুরিবাস্তবায়ন   ঘ) বর্জ্য সৃষ্টিনাকরা
(৩৯)জনসংখ্যাকেজনসম্পদে রূপান্তরেপ্রয়োজন-
          ক) মানসম্মত বিজ্ঞানশিক্ষক   খ) মানসম্মত পাঠ্যবই
          গ) মৌলিকজ্ঞান ও কলাকৌশল ঘ) বাস্তবভিত্তিকবিজ্ঞানশিক্ষা
(৪০) সবুজ শক্তি (গ্রিনএনার্জি) বলতেবুঝায়?