Saturday, August 9, 2014

খয়া পারাপার বন্ধ হওয়ার কারণ কী?


    উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘আষাঢ়’ কবিতায় বর্ষাকালের গ্রামবাংলার চিত্র ফুটিয়ে তুলেছেন। বর্ষাকালে গ্রামাঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম খেয়া পারা পার বন্ধ হয়ে যায়।
    আষাঢ় মাসের অবিশ্রান্ত বর্ষণে পথঘাট-প্রান্তর প্লাবিত হয়। আকাশে কালো মেঘের উপস্থিতিতে আঁধার ঘনিয়ে আসে। নদীর দুকূলে প্রবল বেগে ঢেউ আছড়ে পড়তে থাকে। নৌকা ডুবির সম্ভাবনা থেকে সন্ধ্যার আগেই খেয়া পারাপার বন্ধ হয়ে যায়।
    প্রবল বৃষ্টির পানির ফলে নদীর জোয়ার আর কালো মেঘের কারণে আষাঢ় মাসে সন্ধ্যার আগেই খেয়া পারাপার বন্ধ হয়ে যায়।

৫।    আউশের ক্ষেত কীভাবে জলে ভরে যায়?
    উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আষাঢ়’ কবিতায় আষাঢ় মাসে গ্রামবাংলার চিরন্তন রূপের কথা তুলে ধরেছেন। আলোচ্য প্রশ্নটিতে আষাঢ় মাসে আউশ ক্ষেতের অবস্থা জানতে চাওয়া হয়েছে।
    আষাঢ় ভরা বর্ষার মাস। এসময় প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে। আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সেখানে তিল পরিমাণ ফাঁকা জায়গা থাকে না। সারাদিন অবিশ্রাম বৃষ্টিতে পথ-ঘাট ক্ষেত জলে ভরে যায়। অবিরাম বৃষ্টির পানিতে আউশের ক্ষেত জলে ভরে যায়।

No comments:

Post a Comment