Monday, August 4, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০৩ (২১ থেকে ৪০)

(২১)চিপসেরপ্যাকেটে কোনগ্যাসব্যবহারকরাহয়?
            ক) অক্সিজেন  খ) কার্বনডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) জলীয়বাষ্প
(২২) বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?
            ক) পড়ালেখা  খ) ঘুমানো   গ) কায়িকশ্রম ঘ) অফিসেচাকরিকরা
(২৩) উঁচুপর্বতেরচূড়ায়পানিকীরূপে থাকে?
            ক) পানিখ) জলীয়বাষ্পগ) শিশির    ঘ) বরফ
(২৪) কোনটিঅনবায়নযোগ্য প্রাকৃতিকসম্পদ?
            ক) বায়ুখ) কাঠগ) তেল    ঘ) পানি
(২৫) শুদ্ধ উত্তরটিচিহ্নিত কর-
            ক) আলো পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়
            খ) আলো পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়
            গ) আলো শুধু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়
            ঘ) সূর্য থেকে আমরা তাপ পাই বিকিরণ পদ্ধতিতে
(২৬) নিচের কোনটিরজন্য প্রাণীউদ্ভিদের উপরনির্ভরশীল?                       
            ক) আলো    খ) পানি     গ) বীজ     ঘ) খাদ্য
(২৭)নিচের কোনকারণেবায়ুদূষিতহয়?
            ক) কীটনাশকেরব্যবহার খ) ইটেরভাটায় ইট পোড়ানো
            গ) বৃষ্টিরপানিজমেযাওয়া     ঘ) রাসায়নিক সার ব্যবহার
(২৮) বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলে মেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
            ক) সবার সাথে বন্ধুভাবাপন্নহয় খ) লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
            গ) প্রতিদিন স্কুলে যেতেপছন্দ করে    ঘ) শারীরিক,মানসিক ও আচরণের পরিবর্তন হয়
(২৯)শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর-
            ক) চাঁদ একটিনক্ষত্র   খ) চাঁদ একটিউপগ্রহ  গ) চাঁদ একটিগ্রহ    ঘ) চাঁদ একটি গ্রহাণু
(৩০)নিচের কোন উক্তিটি সঠিক?
            ক) প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই    খ) প্রযুক্তি ও বিজ্ঞানঅভিন্ন
            গ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত              ঘ) প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
(৩১)  অনেক তথ্য অল্পজায়গাতে অথচ সহজে বহনযোগ্য কোনযন্ত্রে ধারণ করা উচিত?
            ক) ডিভিডি  খ) পেনড্রাইভ গ) সিডি    ঘ) ল্যাপটপ
(৩২)  বায়ুরতাপমাত্রাদিয়েকীপ্রকাশকরাহয়?
            ক) কতটাগরমবাঠাণ্ডা       খ) জলীয়বাষ্প কম না বেশি
            গ) বায়ুঘননাহালকা        ঘ) রোদ কম না বেশি
(৩৩)একটিশিশুরজন্মগ্রহণের পর তারসর্বপ্রথম মৌলিকচাহিদাহচ্ছে-
            ক) মাতৃদুগ্ধ   খ) পোশাক   গ) চিকিৎসা  ঘ) বাসস্থান
(৩৪)সবুজপাতার ক্লোরোফিলনিচের কোনকাজেসহায়তাকরে?
            ক) খাদ্য তৈরিতে    খ) বংশবৃদ্ধিতে গ) শ্বাসকার্যে  ঘ) পরাগায়নে
(৩৫)বায়ু, পানি ও মাটি দূষিতহওয়ারপ্রধানকারণ কোনটি?
            ক) জলাশয়েরউপরকাঁচাপায়খানা তৈরি  খ) কলকারখানারবর্জ্য
            গ) যানবাহনেরব্যবহার ঘ) জনসংখ্যারবাড়তিচাহিদা মেটানো
(৩৬) প্রাকৃতিককারণেপানির কোন দূষণটিহয়ে থাকে?                                         
            ক) আর্সেনিকদ্বারা দূষণ      খ) কীটনাশকদ্বারা দূষণ
            গ) কলকারখানাবর্জ্য দ্বারা দূষণ ঘ) জীবাণুদ্বারা দূষণ
(৩৭)উঁচুপর্বতে গেলেসিলিন্ডারেকরে কোনগ্যাসনিয়ে যেতেহয়?
            ক) অক্সিজেন  খ) কার্বনডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) কার্বনমনোক্সাইড
(৩৮) নিচের কোনটি জাঙ্ক ফুড?
            ক) আলুরভর্তাখ) রুটি গ) পটেটোচিপস     ঘ)পরটা
(৩৯) কোনটিনবায়নযোগ্য প্রাকৃতিকসম্পদ?
            ক) তেল     খ) পানি     গ) গ্যাস     ঘ) জীবাশ্ম জ্বালানি
(৪০) কোনটি সৌরজগতের বস্তু নয়?
            ক) পৃথিবী   খ) ধূমকেতু   গ) গ্যালাক্সি   ঘ) চাঁদ

No comments:

Post a Comment