Monday, August 4, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০৪ (২১ থেকে ৪০)

(২১)  খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রেনিচের কোনটিসঠিক?
ক) ঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ সাপব্যাঙ
খ) ব্যাঙঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ সাপ
গ) সাপঘাসফড়িং তৃণ জাতীয়উদ্ভিদ ব্যাঙ
ঘ) তৃণ জাতীয়উদ্ভিদ ঘাসফড়িংব্যাঙসাপ
(২২) বায়ু, পানি ও মাটি দূষিতহওয়ারপ্রধানকারণ কোনটি?
            ক) জলাশয়েরউপরকাঁচাপায়খানা তৈরিখ) কলকারখানারবর্জ্য
            গ) যানবাহনেরব্যবহারঘ)জনসংখ্যারবাড়তিচাহিদা মেটানো
(২৩) প্রাকৃতিককারণেপানির কোন দূষণটিহয়ে থাকে?                                          
            ক) আর্সেনিকদ্বারা দূষণ      খ) কীটনাশকদ্বারা দূষণ
            গ) কলকারখানাবর্জ্য দ্বারা দূষণ ঘ) জীবাণুদ্বারা দূষণ
(২৪) জ্বালানি পোড়ালেবায়ুতে কোনটিবাড়ে?
            ক) অক্সিজেন  খ) কার্বনডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) নিয়ন
(২৫) নিচের কোনটি জাঙ্ক ফুড?
            ক) আলুরভর্তা খ) রুটি     গ) পটেটোচিপস     ঘ) পরটা
(২৬) নিচের কোনটি সোয়াইনফ্লুরলক্ষণ?
            ক) নাক দিয়ে পানি পড়বে     খ) ক্ষুধাবৃদ্ধি পাবে
            গ) শরীরে ঘাম হবে         ঘ) চুলকানি হবে
(২৭) দিন-রাত্রির কারণ হলো-
            ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে খ) সূর্য উদয় ও অস্ত যায়
            গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়  ঘ) চাঁদ পৃথিবীরচারপাশেঘুরে
(২৮) প্রযুক্তির উদ্ভাবনে কোনটিপ্রয়োজন?
            ক) আর্থিক সামর্থ্য    খ) দৈহিকসামর্থ্য     গ) বিজ্ঞানেরজ্ঞান    ঘ) বংশগতপরিচয়
(২৯)তথ্য প্রযুক্তি আমাদের লাঘবকরেছে-
            ক) বুদ্ধিগতকাজ     খ) কায়িকশ্রম গ) যাতায়াত  ঘ) কৃষিশ্রম
(৩০)বর্ষাকালে কেন বেশিবৃষ্টিহয়?
            ক) বায়ুরতাপমাত্রা বেশিবলে   খ) বায়ুচাপ বেশিবলে
গ) বায়ুতেজলীয়বাষ্প বেশিবলে ঘ) বায়ু শুষ্ক বলে
(৩১)  কোনটিনবায়নযোগ্য প্রাকৃতিকসম্পদ?
            ক) তেল     খ) পানি     গ) গ্যাস     ঘ) জীবাশ্ম জ্বালানি
(৩২)পানি দূষণ রোধেরমূলউপায়হচ্ছে-
            ক) বর্জ্য শোধনেরব্যবস্থা করা খ) পানিতেবর্জ্য না ফেলা
            গ) বর্জ্য আইনেরপুরোপুরিবাস্তবায়ন    ঘ) বর্জ্য সৃষ্টিনাকরা
(৩৩) নিচের কোনটিরজন্য প্রাণীউদ্ভিদের উপরনির্ভরশীল?                      
            ক) আলো    খ) পানি     গ) বীজ     ঘ) খাদ্য
(৩৪) নিচের কোনকারণেবায়ুদূষিতহয়?
            ক) কীটনাশকেরব্যবহার খ) ইটেরভাটায় ইট পোড়ানো
            গ) বৃষ্টিরপানিজমেযাওয়া     ঘ) রাসায়নিক সার ব্যবহার
(৩৫) উদ্ভিদ মাটি থেকে কীসেরসাহায্যে পুষ্টিউপাদান শোষণকরে?
            ক) মাটি খ) পানি    গ) বায়ু     ঘ) আলো
(৩৬)উঁচুপর্বতে গেলেসিলিন্ডারেকরে কোনগ্যাসনিয়ে যেতেহয়?
            ক) অক্সিজেন খ) কার্বনডাই-অক্সাইড  গ) নাইট্রোজেন ঘ) কার্বনমনোক্সাইড
(৩৭)শুদ্ধ উত্তরটিচিহ্নিত কর
            ক) আলোপরিচলনপদ্ধতিতেসঞ্চালিতহয়
            খ) আলোপরিবহনপদ্ধতিতেসঞ্চালিতহয়
            গ) আলোশুধুবিকিরণপদ্ধতিতেসঞ্চালিতহয়
            ঘ) সূর্য থেকে আমরাতাপপাইবিকিরণপদ্ধতিতে
(৩৮) খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারেরফলে-
            ক) দাঁতঅকার্যকরহয়        খ) বাচ্চারাভারী দেহধারীহয়
            গ) লিভার ও কিডনিঅকার্যকরহয়    ঘ) শিশুরাশুকিয়েযায়
(৩৯) ঋতুপরিবর্তনহয়কখন?
            ক) পৃথিবীরআহ্নিকগতিরজন্য   খ) পৃথিবীরবার্ষিকগতিরজন্য
            গ) পৃথিবীরকক্ষপথ উপবৃত্তাকারবলে   ঘ) সূর্যেরতাপমাত্রারপরিবর্তন ঘটে বলে
(৪০) প্রযুক্তি সব সময়
            ক) কল্যাণকর     
            খ) ক্ষতিকর 
            গ) কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের উপর নির্ভরশীল
ঘ) কল্যাণকরও নয় ক্ষতিকরও নয়

(কেবি আইসিটি পার্ক)




No comments:

Post a Comment