Monday, August 4, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০৩ (০১ থেকে ২০)

(১)   খাদ্যের কয়টিউপাদানমিলেসুষমখাদ্য তৈরিহয়?
            ক) তিনটি   খ) চারটি    গ) পাঁচটি    ঘ) ছয়টি
(২)   যে কোনোপরিস্থিতিসম্পর্কে খবর সংগৃহীতহওয়াকেকীবলে?
            ক) উপাত্ত    খ) প্রতিবেদন  গ) ভাষণ    ঘ) তথ্য
(৩)  কার্বনডাইঅক্সাইডবৃদ্ধিরপ্রধানকারণ কোনটি?
            ক) বনউজাড়       খ) বায়ুশক্তির ব্যবহার
            গ) কম্পোস্ট সারেরব্যবহার   ঘ) বন্যানিয়ন্ত্রণ
(৪)   কোনটিপানি দূষণেরজন্য দায়ী?
            ক) বাড়তিজনসংখ্যা        খ) গাছপালানিধন
            গ) অপরিকল্পিতবসতবাড়িনির্মাণ ঘ) ভাটায় ইট পোড়ানো
(৫)   বৈশ্বিকউষ্ণায়নের হাত থেকে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষদের বাঁচাতে নিচের কোনকাজটি করা প্রয়োজন?
            ক) কলকারখানায় বেশিকরেগ্যাস পোড়ানো
            খ) বায়ু শক্তি থেকে বিদ্যুৎউৎপাদনবন্ধকরা
            গ) বেশি বেশিকরেগাছলাগানো
ঘ) সৌরশক্তির ব্যবহারবন্ধকরা
(৬)  সবুজউদ্ভিদ সালোকসংশ্লেষণপ্রক্রিয়ায়খাদ্য তৈরিরসময়-
            ক) কার্বনডাইঅক্সাইডগ্রহণকরে  খ) অক্সিজেনগ্রহণকরে
            গ) নাইট্রোজেনউৎপন্নকরে     ঘ) কার্বনমনোক্সাইডত্যাগকরে
(৭)   মাটিরউর্বরতাহ্রাসপায়-
            ক) কলকারখানার ধোঁয়ায়    খ) অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারেরকারণে
            গ) ভাটায় ইট পোড়ালে     ঘ) যেখানে সেখানেআবর্জনা ফেললে
(৮)  বায়ুপ্রবাহকেব্যবহারকরেআমরা-
            ক) খাদ্য উৎপাদনকরি খ) বিদ্যুৎউৎপাদনকরি
            গ) ইঞ্জিন তৈরিকরি        ঘ) জলীয়বাষ্প তৈরিকরি
(৯)   ইন্টারনেটব্রাউজিংসফ্টওয়্যার কোনটি?
            ক) ফায়ারফক্স খ) ইমেজ    গ) গুগল    ঘ) ইয়াহু
(১০)প্রাচীনকালেমানুষেরধারণাছিল-
            ক) পৃথিবীস্থির      খ) পৃথিবীনক্ষত্রগুলোকে কেন্দ্র করে ঘোরে
            গ) পৃথিবীগতিশীল         ঘ) নক্ষত্রগুলোস্থির
(১১)  কোনো স্থানেরবায়ুরতাপমাত্রা, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থাকেকীবলে?
            ক) জলবায়ু   খ) আবহাওয়া গ) অমাবস্যা  ঘ) চান্দ্র গ্রহণ
(১২)  বায়ু ও সৌরশক্তিকে সবুজ শক্তি বলাহয় কেন?
            ক) খরচ কম লাগে   খ) পরিবেশ দূষণহয়  গ) পরিবেশ দূষণহয়না ঘ) সহজলভ্য
(১৩) ১৯৭৪ সাল থেকে ২০১১ সালপর্যন্তবাংলাদেশেরজনসংখ্যাকতগুনবৃদ্ধি পেয়েছে?
            ক) দ্বিগুণ    খ) তিনগুণ   গ) চারগুণ   ঘ) পাঁচগুন
(১৪) ডেংগু জ্বরের জীবাণুবহনকারীমশা কোনটি?
            ক) ফাইলেরিয়াখ) ম্যালেরিয়া  গ) এডিস    ঘ) এনোফিলিস
(১৫)ভাসমানধাপ তৈরিরউপাদান কোনটি?
            ক) ধানগাছের গোড়া, কচুরিপানা     খ) গৃহস্থালিরআবর্জনা, দূর্বাঘাস 
            গ) পাটেরআঁশ       ঘ) গোবর, গাছেরডালপালা
(১৬) ছেলে-মেয়েদের কোনবয়সকেবাল্যকালবলাহয়?
            ক) ৬ থেকে ১০ বছরপর্যন্ত   খ) ৬ থেকে ৮ বছরপর্যন্ত
            গ) ১০ থেকে ১২ বছরপর্যন্ত   ঘ) ৯ থেকে ১২ বছরপর্যন্ত
(১৭) ২০০১ সালেবাংলাদেশেরজনসংখ্যা কত ছিল?
            ক) ১২ কোটি ১৪ লক্ষ      খ) ১২ কোটি ৯৩ লক্ষ
            গ) ১৩ কোটি ১৪ লক্ষ      ঘ) ১৩ কোটি ৯৩ লক্ষ
(১৮)কখনবাংলাদেশেরওপরসূর্য খাড়াভাবেকিরণ দেয়?
            ক) গ্রীষ্মকালে ও শরৎকালে   খ) বর্ষাকালে ও হেমন্তকালে  
            গ) শীতকালে ও বসন্তকালে   ঘ) গ্রীষ্মকালে ও বর্ষাকালে
(১৯)ভূ-গর্ভস্থ মজুদ খনিজের তথ্য পাওয়াযায় কোন তরঙ্গের সাহায্যে?
            ক)তড়িৎ চৌম্বক তরঙ্গ খ) আলোক তরঙ্গ    গ) শব্দ তরঙ্গ ঘ) বায়ু তরঙ্গ
 (২০) কোনপানিপানকরলেহাত ও পায়েরচামড়ায়ঘাহয়?
            ক) ঘোলাপানিখ) আর্সেনিকযুক্ত পানি  গ) দূষিত    ঘ) পুকুরেরপানি


(কেবি আইসিটি পার্ক)



No comments:

Post a Comment