Monday, August 4, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৪ (বিষয়: প্রাথমিক বিজ্ঞান মডেল টেস্ট নং:০২ (২১ থেকে ৪০)

(২১) নিচের কোনটিরজন্য প্রাণীউদ্ভিদের উপরনির্ভরশীল?                     
            ক) আলো   খ) পানি    গ) বীজ    ঘ) খাদ্য
(২২) বায়ু, পানি ও মাটি দূষিতহওয়ারপ্রধানকারণ কোনটি?
            ক) জলাশয়েরউপরকাঁচাপায়খানা তৈরি        খ) কলকারখানারবর্জ্য
            গ) যানবাহনেরব্যবহারঘ)জনসংখ্যারবাড়তিচাহিদা মেটানো
(২৩) উদ্ভিদ মাটি থেকে কীসেরসাহায্যে পুষ্টিউপাদান শোষণকরে?
            ক) মাটি               খ) পানিগ) বায়ু  ঘ) আলো
(২৪) কোনগ্যাসটি বিষাক্ত?
            ক) অক্সিজেন খ) কার্বনডাই-অক্সাইড    
            গ) নাইট্রোজেন     ঘ) কার্বনমনোক্সাইড
(২৫) খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারেরফলে-
ক) দাঁতঅকার্যকরহয়  খ) বাচ্চারাভারী দেহধারীহয়
            গ) লিভার ও কিডনিঅকার্যকরহয়   ঘ) শিশুরাশুকিয়েযায়
(২৬) বয়ঃসন্ধিকালেরপরিবর্তনের সময় ছেলে মেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
            ক) সবার সাথে বন্ধুভাবাপন্নহয়     খ) লেখাপড়ায়অধিকমনোযোগীহয়
            গ) প্রতিদিন স্কুলে যেতেপছন্দ করে   ঘ)শারীরিক,মানসিকও আচরণেরপরিবর্তনহয়
(২৭) দিন-রাত্রিরকারণহলো-
            ক) পৃথিবী সূর্যেরচারপাশেঘুরে  খ) সূর্য উদয় ও অস্ত যায়
            গ) পৃথিবীনিজঅক্ষেরওপরেপাকখায়    ঘ) চাঁদ পৃথিবীরচারপাশেঘুরে
(২৮) প্রযুক্তির উদ্ভাবনে কোনটিপ্রয়োজন?
            ক) আর্থিক সামর্থ্য   খ) দৈহিকসামর্থ্য    গ) বিজ্ঞানেরজ্ঞান        ঘ) বংশগতপরিচয়
(২৯) তথ্য প্রযুক্তি আমাদের লাঘবকরেছে-
            ক) বুদ্ধিগতকাজ    খ) কায়িকশ্রম গ) যাতায়াত ঘ) কৃষিশ্রম
(৩০) নিচের কোনরাসায়নিকপদার্থ খাদ্যে ভেজালহিসেবে মেশানোহয়?
            ক) আয়োডি  খ) ফরমালিনগ) ক্যালসিয়াম ঘ) কার্বোহাইড্রেট
(৩১) কোনটিনবায়নযোগ্য প্রাকৃতিকসম্পদ?
            ক) তেল    খ) পানি    গ) গ্যাস    ঘ)জীবাশ্ম জ্বালানি
(৩২) সবুজ শক্তি (গ্রিনএনার্জি) বলতেবুঝায়?
            ক) গ্যাস    খ) বায়ুপ্রবাহ গ) তেল    ঘ) কয়লা
(৩৩) একটিশিশুরজন্মগ্রহণের পর তারসর্বপ্রথম মৌলিকচাহিদাহচ্ছে-
            ক) মাতৃদুগ্ধ  খ) পোশাক  গ) চিকিৎসা  ঘ) বাসস্থান
(৩৪) আত্ম-কর্মসংস্থানবলতেকীবুঝায়?
            ক) সরকারিচাকুরি         খ) নিজেদের উদ্যোগে অর্থ উপার্জন
            গ) বেসরকারিচাকুরি       ঘ) শিল্প-কারখানায়চাকুরি
(৩৫) পানি দূষণ রোধেরমূলউপায়হচ্ছে-
            ক) বর্জ্য শোধনেরব্যবস্থা করা খ) পানিতেবর্জ্য না ফেলা
            গ) বর্জ্য আইনেরপুরোপুরিবাস্তবায়ন   ঘ) বর্জ্য সৃষ্টিনাকরা
(৩৬) জনসংখ্যাকেজনসম্পদে রূপান্তরেপ্রয়োজন-
            ক) মানসম্মত বিজ্ঞানশিক্ষক  খ) মানসম্মত পাঠ্যবই
            গ) মৌলিকজ্ঞান ও কলাকৌশল ঘ) বাস্তবভিত্তিকবিজ্ঞানশিক্ষা
(৩৭) বিজ্ঞানীদের মধ্যে আগামী ১০০ বছরেফুরিয়ে যেতেপারে-
            ক) প্রাকৃতিকসম্পদ   খ) প্রাণিসম্পদ গ) জীবাশ্ম সম্পদ   ঘ) বায়ুসম্পদ
(৩৮) সবচেয়েআধুনিক প্রযুক্তি হলো-
            ক) কৃষি প্রযুক্তি    খ) যাতায়াত প্রযুক্তি  গ) তথ্য প্রযুক্তি     ঘ) গৃহনির্মাণ প্রযুক্তি
(৩৯) কোনটি প্রযুক্তি দ্বারাপ্রভাবিতনয়?
ক) শিক্ষা    খ) যাতায়াত গ) কৃষি         ঘ) দিনরাত্রির দৈর্ঘ্য
(৪০)নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক) আলুরভর্তা        খ) রুটি গ) পটেটোচিপস     ঘ) পরটা



(কেবি আইসিটি পার্ক)



No comments:

Post a Comment